করোনা ভাইরাস আক্রমনে দেশে প্রথম আইনজীবীর মৃত্যু । 208 0
ছবি, অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন অপু
ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন অপু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার দুপুর ১২.৪৫ মিনিটের সিএমএইচ এ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
মরহুমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে। তিনি ১৯৯১ সনের ১০ সেপ্টেম্বর আইনপেশার সনদপ্রাপ্ত হয়ে ১৯৯২ সনের ১০ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি আইন পেশায় আসার পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লয়ার কমিউনিটি ও সিনিয়র আইনজীবীগণ গভীর শোক প্রকাশ করেছেন।